Friday, September 13, 2024

গোয়ালন্দে নানা আয়োজনের জাতীয় সমবায় দিবস পালিত

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সমবায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকতা জনাব মো.সাইফুল ইসলাম। এছাড়া সমবায়সমিতির পক্ষে বক্তব্য রাখেন মোছা বিউটি খাতুন। বক্তব্যে তারা সমবায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, বিআরডিবি সভাপতি হামিদুল হক বাবলু,
দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর চেয়ারম্যান মো.গোলজার হোসেন মৃধা প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here