Sunday, September 8, 2024

গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে দৌলতদিয়া থেকে ইয়াবাসহ গ্রেফতার তিন।

রাজবাড়ীর গেয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া আজিবর মোল্লার ছেলে আকাশ মোল্লা (২০) (২) একই ইউনিয়নের সৈয়দাল পাড়ার মোসলেম শেখের ছেলে মহিউদ্দিন (২৭) (৩) ইদ্রিস মিয়ার পাড়ার ছালাম শেখের ছেলে মোঃ আকাশ শেখ (২৮) ।

আজ বুধবার (১২অক্টোবর) দিবাগত রাত ৩ঃ৩০ টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির খিচুরি পট্রির মহিউদ্দিন ফকির(৫০) এর ভাড়াটিয়া আসামী প্রিয়া মন্ডল(৩৩) এর বসত ঘরের ভিতর থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে সাতচল্লিশ পিচ ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। এরই ধারাবাহিকতায় দৌলতদিয়া ঘাট থেকে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here