Tuesday, April 22, 2025

দৌলতদিয়ায় আজগর হেরোইনসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিতে সক্রিয় জুয়ারি চক্রের অন্যতম হোতা মো. আজগর শেখ (৪০) কে ৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।

গ্রেপ্তার আজগর শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে।

শুক্রবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৬টা ২০ মিনিটে দৌলতদিয়া যৌনপল্লী থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ থানার এসআই মো. ফরিদ মিয়া সংগীয় ফোর্সসহ যৌনপল্লীর লতিফের বাড়ির সামনের গলি থেকে আজগরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ৭৫ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ‘

গ্রেপ্তার আজগর শেখের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি-সহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানাগেছে। গ্রেপ্তার আজগরকে আদালতে পাঠানো হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here