Thursday, April 25, 2024

দৌলতদিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দ( রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পূর্ব পাড়ার পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীদের জন্য গোয়ালন্দ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে বেসরকারি সংস্থা পায়াকট্ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ অক্টোবর সকাল ১০ টা হতে বিকেল ৫টা পর্যন্ত দৌলতদিয়া বেসরকারি সংস্থা পায়াকট্ বাংলাদেশএর মাঠ চত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সহযোগিতা করেন, এমবিবি এস,পিজি( গাইনী এবং অবস্) ডিএমইউ( আলট্রা), জেনারেল ফিজিশিয়ান এবং সোনোলজিস্ট, মহিলা, গাইনী ওশিশু রোগের চিকিৎসক ডা. নুরুন নাহার সুমি, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. কিয়াম, পায়াকট্ বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান, পায়াকট্ বাংলাদেশ সংস্থার সুপার ভাইজার শেখ রাজীব, গণস্বাস্থ্য ইনচার্জ মো. জুলফিকার আলী, মো. নাজিমুল ইসলাম বৃটেন, ন্যাশনাল ডায়াগনিস্ট সেন্টারের সহকারি নার্স মিতু আক্তার প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here