Thursday, March 28, 2024

পাংশায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা

উজ্জল হোসেন, পাংশা: সারাদেশের ন্যায় রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টায় দিনব্যাপী এই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য প্যাভিলিয়ান করা হয়েছে, প্যাভিলিয়ানে বিভিন্ন সরকারী বে সরকারী দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বিভিন্ন স্কুল কলেজ স্টল দিয়ে এ মেলাকে বর্ণিল করেছেন। সেই সাথে কুইজ প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগীতার মধ্য দিয়ে দিন ব্যাপী চলছে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইফতেখার আলম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

এ মেলায় ৪টি প্যাভিলিয়নে মোট ৩৯ টি স্টল রয়েছে। বিকেল ৩টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর সমাপ্তি হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here