Monday, March 4, 2024

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সফলতার ২ বছর

উজ্জল হোসেন, পাংশা : পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সফলতার ২ বছর পূর্ণ হয়েছে। (ইউএনও) মোহাম্মাদ আলী তাঁর কর্মজীবনের দুটি বছর সুনামের সাথে পূর্ণ করায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন “ রাজবাড়ী জার্নাল (অনলাইন নিউজ পোর্টাল)” পরিবার।

নানান সফলতার মধ্যদিয়ে সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন ইউএনও। সামাজিক নানান কর্মকান্ডে তাঁর উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুজিব বর্ষে গৃহহীনদের গৃহ প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীর সময় অসহায়-গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালনসহ উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন তিনি।

২০২০ সালের ৩০ ডিসেম্বর পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধ এবং উদ্ভাবনী বিভিন্ন ইনোভেশনের মাধ্যমে সাঁজিয়ে তুলেছেন পাংশা উপজেলা পরিষদ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here