স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে আজাদ মল্লিক নামে এক প্রবাসীর স্ত্রী সালমা বেগম (২৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ খাটের ওপর দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পারিবারিকভাবে অভিযোগ উঠেছে, সালমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।
আজাদ মল্লিকের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় দুজনের। তারা একসময় ঢাকায় থাকতেন। তাদের সংসারে সাদিক (৭) ও সিনহা (৫) নামে দুই সন্তান রয়েছে।
সালমার শাশুড়ি লতা বেগম জানান, তার ছেলে আজাদ দেড় বছর আগে সৌদি আরব যান। ঈদের আগে তিনি দেশে টাকা পাঠিয়েছিলেন। সোমবার (৩১ মার্চ) রাতে সালমা দুই সন্তান নিয়ে ঘুমাতে যান। সকালে তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো অবস্থায় পাওয়া যায়। দরজা খুলে দেখা যায়, খাটের ওপর চিৎ হয়ে শোয়া অবস্থায় সালমার নিথর দেহ পড়ে আছে, গলায় ওড়না পেঁচানো। পাশেই দুই শিশু সন্তান বসে কাঁদছিল।
লতা বেগম অভিযোগ করেন, ঘর থেকে নগদ টাকা ও সালমার নাকফুল লুট করা হয়েছে। নিহতের ছেলে সাদিক জানায়, রাতের বেলা মুখোশধারী তিনজন ব্যক্তি ঘরে আসে, তাদের মধ্যে হেমায়েত নামের একজন ছিল। ঢাকায় থাকাকালীন হেমায়েত তাদের ‘আঙ্কেল’ ছিলেন বলে সে জানায়। তবে, সালমার শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির কেউ চিনতে পারেননি হেমায়েতকে ।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে, ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ । ”