Friday, January 3, 2025

বালিয়াকান্দিতে ডেঙ্গু আক্রান্ত অন্তসত্বা গৃহবধুর মৃত্যু

এস,এম রাহাত হোসেন ফারুক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে অন্তসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রুমা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী ।
(২৬ জুলাই)বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষ বলেন, ‌তার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রবিবার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু রোগ সনাক্ত হয়। বাড়িতেই সে চিকিৎসাধীন ছিল। ওইদিন বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার বিকালে তার অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরে কোনো রোগী মারা গেলে সেই তথ্য তারা রেকর্ড করেন না। অন্তঃসত্ত্বার মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৯) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here