Tuesday, November 12, 2024

বালিয়াকান্দিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক: রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আমতলা বাজারের পাশে সরওয়ার ভূইয়ার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক গোলাম শওকত সিরাজ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাফর আলি মিয়ার সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল,যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার ভূইয়া,সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান, জংগল ইউনিয়ন বিএনপির আহবায়ক ফিরোজ লস্কর, নারুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা আশকি, মিরাজ প্রমুখ।

সভায় বক্তার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান এবং গনতন্ত্র পুনঃউদ্ধারে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ্র উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here