Wednesday, December 4, 2024

বাস থেকে দুইশত বোতল ফেন্সিডিল সহ দুইজন আটক

রাজবাড়ী জার্নাল : রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইশত বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‍্যব -১০ ,সিপিসি-৩ এর  সদস্যরা ।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও নগদ সাত হাজার আটশত টাকা জব্দ করা হয় । গ্রেফতারকৃতরা হলোঃ কুষ্টিয়া জেলার খোকন শেখ ও মোঃ রাজু আহম্মেদ শিকদার ।

রবিবার দিনগত রাত সারে ১২টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসে অভিযান পরিচালনা করে দুইশত বোতল ফেনসিডিলসহ তাদের দুইজন কে আটক করা হয় ।

Home

২৯শে জুলাই সোমবার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আক্তার জানান, গ্রেফতার মাদক কারবারিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত খোকন শেখের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলার সদর থানায় ২ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here