Wednesday, December 4, 2024

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা : গ্রেপ্তার -২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা ।

১২ই নভেম্বর রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ীর বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে রাজবাড়ী সদর হাঁসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল হাঁসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে মৃত্যু হয় তানভীর শেখের ।

এ ঘটনায় ১৩ই নভেম্বর সকাল সারে ৯টায় ৯ জন কে এজাহারভুক্ত করে ও অজ্ঞাত ৭-১০ জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন নিহতের মামা আলম শেখ । রাজবাড়ী সদর থানার মামলা নং-১৯ ।

রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ । পূর্ব শত্রুতার জেরে এ হত্যা কান্ড ঘটেছে বলে জানান তিনি।

এ ঘটনায় এজাহার নামীয় ৪ নং আসামী বিনোদপুরের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) কে বিনোদপুর এলাকা থেকে বেলা ৩টার দিকে ও এজাহারভুক্ত ৮নং আসামী নতুনবাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে বড়পুল এলাকা থেকে সন্ধ্যা ৬টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য ডিবি ও রাজবাড়ী থানার যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here