Wednesday, December 4, 2024

রাজবাড়ীতে বাজার পরিস্থিতিতে ‘‘বিশেষ টাস্কফোর্স’’ -এর অভিযান

স্টাফ রিপোর্টার: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’এর অভিযানে রাজবাড়ীতে কয়েকটি বাজার ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসানের নেতৃত্বে এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার বড় বাজার ও কুঠির হাট এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে সহায়তা করে সেনাবাহিনী’র সদস্যরা

রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে যথাক্রমে; পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ০১ টি প্রতিষ্ঠানকে ১,০০০/- টাকা ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৫ টি প্রতিষ্ঠানকে মোট ১৬,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও অত্র তদারকি কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ী এর সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকি অভিযানের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে যথাক্রমে; ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। বিশেষ টাস্কফোর্স কর্তৃক অদ্য ০৬-১১-২০২৪ তারিখে ০৮ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী রাজবাড়ী জেলায় দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ ও জেলা পুলিশ রাজবাড়ী এর সহায়তায় তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে; কৃষি বিপণন কর্মকর্তা’র প্রতিনিধি, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সদর উপজেলা রাজবাড়ী এবং প্রতিনিধি জেলা পর্যায়ে গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি রাজবাড়ী । জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে । ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here