Friday, April 26, 2024

রাজবাড়ী সদর উপজেলা ইউ’পি নির্বাচন প্রতীক বরাদ্দঃ কে পেলেন কোন প্রতীক

  • চতুর্থ ধাপে আগামী ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন। এ নির্বাচনে সর্বশেষ মোট ৬৭০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।২৫শে নভেম্বর ( বৃহস্পতিবার) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ।আর ৬ই নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৭ই নভেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রার্থীরা নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬২ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য ৪৫০ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ১৫৮ জন প্রার্থী। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১৪ জনের বাইরে দলীয় প্রার্থী হিসেবে ওয়ার্কার্স পার্টির ১জন, জাসদ ১জন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ২জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাসদের ১জন, জাকের পার্টির ১জন সহ বিএনপির প্রার্থীও রয়েছেন।

পরবর্তীতে ৬ই নভেম্বর ৭জন চেয়ারম্যা ,১জন সংরক্ষিত আসনের সদস্য ও ১৬ জন সাধারণ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেন।

১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কে কোন প্রতীক পেলেনঃ  

 

রামকান্তপুর ইউনিয়নঃ  রামকান্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস নৌকা প্রতীক, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা আনারস, মিনা বেগম অটোরিক্সা ও রাজীব মোল্লা মোটর সাইকেল।

বানীবহ ইউনিয়নঃ  বানীবহ ইউপিতে একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেফালী আক্তার। তিনি কয়েকদিন আগে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুল লতিফ মিয়ার স্ত্রী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত।

আলীপুর ইউনিয়নঃ আলীপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন-আওয়ামী লীগের মনোনীত বজলুর রশিদ মিয়া । তিনি পেয়েছেন নৌকা প্রিতীক। আব্দুল হক মোটরসাইকেল প্রতীক  ও আবু বক্কার সিদ্দিক আমারস প্রতীক ।

খানখানাপুর ইউনিয়নঃ খানখানাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত মোঃ আমির আলী মোল্লা নৌকা প্রতীক, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম ইকবাল  হোসেন চশমা প্রতীক। হোসেন মোঃ সোহান মোটর সাইকেল প্রতীক।, আমজাদ হোসেন ,ঘোড়া প্রতীক ও আতিক আল আলম আনারস ।

মূলঘর ইউনিয়নঃ  মূলঘর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান শেখ নৌকা প্রতীক, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুসল্লী আনারস, আক্তার মন্ডল নেপাল মোটর সাইকেল ও এস.এ হিরু অটো রিক্সা প্রতীক।

শহীদ ওহাবপুর ইউনিয়নঃ  শহীদওহাবপুর ইউপিতে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৬ জন প্রার্থী । হলেন –  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া নৌকা প্রতীক ,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম আনারস,সজীব ফকির, চশমা, আবু জাফর ঘোড়া, নাজমুল হাসান নোমান মোটর সাইকেল প্রতীক ও নাজমা বেগম টেবিল ফ্যান প্রতীক।

সুলতানপুর ইউনিয়নঃ  সুলতানপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগের মনোনীত মোঃ লুৎফর রহমান চুন্নু নৌকা প্রতীক , বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া মোটর সাইকেল,  খালিদ হোসেন মুন্সী আনারস, হাবিবুর রহমান হাত পাখা , আশিকুর রহমান ঘোড়া, জালাল উদ্দিন মোল্লা চশমা প্রতীক পেয়েছেন।

বসন্তপুর ইউনিয়নঃ  বসন্তপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে -আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান মিয়া নৌকা প্রতীক, মাহমুদুল হাসান কাজল আনারস , বর্তমান চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু ঘোড়া , আব্দুল আলিম সিকদারহাত পাখা  , সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরদার মোটর সাইকেল ও কাজী মাইনুল হক চশমা প্রতীক পেয়েছেন।

দাদশী ইউনিয়নঃ  দাদশী ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন চেয়ারম্যান প্রার্থী । এদের মধ্যে –  আওয়ামী লীগের মনোনীত রমজান আলী নৌকা প্রতীক , বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন মোটর সাইকেল, দেলোয়ার শেখ আনারস, নুরুন্নবী শেখ ঘোড়া প্রতীক পেয়েছেন।

বরাট ইউনিয়নঃ  বরাট ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরিদ উদ্দিন শেখনৌকা প্রতীক  , বর্তমান চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান হাতুড়ী প্রতীক ও সাবেক চেয়ারম্যান কাজী শামসুদ্দিন আনারস প্রতীক পেয়েছেন।

পাঁচুরিয়া ইউনিয়নঃ  পাঁচুরিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে -আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর নৌকা প্রতীক, আনোয়ার হোসেন মিয়ামোটর সাইকেল , আলাল খান ঘোড়া  ও মুজিবুর রহমান আনারস প্রতীকে নির্বাচন করবেন ।

খানগঞ্জ ইউনিয়নঃ  খানগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন চেয়ারম্যান প্রার্থী । এদের মধ্যে -আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহাম্মদ শরিফুর রহমান সোহাননৌকা প্রতীক , বর্তমান চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর আনারস , মুহাম্মদ আনোয়ার হোসেন মোটর সাইকেল, খন্দকার আতাউর রহমান মশাল প্রতীক পেয়েছেন ।

চন্দনী ইউনিয়নঃ  চন্দনী ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী।  -এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রব নৌকা প্রতীক , সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার আনারস প্রতীক পেয়েছেন।

মিজানপুর ইউনিয়নঃ  মিজানপুরে ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে – আওয়ামী লীগের মনোনীত মোঃ টুকু মিজি নৌকা প্রতীক, বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আতিয়ার রহমান মোটর সাইকেল প্রতীক এবং সাবেক চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন সিকদার আনারস প্রতীক পেয়েছেন।

আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here