Wednesday, April 24, 2024

লাইফ কেয়ার ,আল-মদিনা ও ডাঃ রতন ক্লিনিক এর মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা প্রশাসনের অভিযানে শহরের তিন টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এরনির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে রাজবাড়ী সদর উপজেলার ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে বিভিন্ন আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে ২০০৯ এর ৫২ ধারায় আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার কে ৫হাজার , লাইফ কেয়ার কে ৫হাজার ও ডাঃ রতন ক্লিনিকের মালিক কে ২০ হাজার সহ তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে ডা. আব্দুল গাফফার এর নেতৃত্বে একটি টিম প্রসিকিউশন প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন রাজবাড়ী জেলা পুলিশের একদল চৌকস পুলিশ সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here