Thursday, December 26, 2024

আকস্মিক নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম

দৌলতদিয়া ফেরিঘাটে আকস্মিক নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ সময় গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্কবাহী কর্মকর্তা আজিজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম সহ বিআইডব্লিউটিএ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ জনগনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সোমবার সকাল সারে ৭ টার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরী ঘাট এলাকার মসজিদ পদ্মার ভাঙ্গনে ভেঙ্গে পদ্মায় বিলীন হয়ে যায় তার অংশ। এ সময় সিদ্দিক কাজী পাড়ার ১০ টি পরিবারের ঘড় ভেঙ্গে যায় এবং হুমকীতে রয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ। বাধ রক্ষায় জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না ।
ভিটে মাটি ছেড়ে উদ্দেশ্যহীন যাত্রা করছে ক্ষতিগ্রস্থ মানুষ !

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here