Saturday, December 21, 2024

ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী নেতৃত্বে ইসরাইল-সৌরভ

উজ্জল হোসেন, পাংশা :ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী এর প্রধান পরামর্শক আগামী ২০২৩-২৪ বছরের এক বছর মেয়াদি ২৬জনকে বোর্ড অব ডিরেক্টর ঘোষণা করে। যার সভাপতি ইসরাইল হুসাইন ও সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।

এছাড়াও জ্যেষ্ঠ সহ সভাপতি শুয়াইব আহমেদ নিবিড়,সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ,মুখপাত্র সপ্তদীপা পাল, সাংগঠনিক সম্পাদক কৃষ্টি কাকলী,সহ সাংগঠনিক সম্পাদক সৌরভ পাল বিশাল,অর্থ সম্পাদক মানস ব্যানার্জি, সহ অর্থ সম্পাদক মুর্শিদা মিতু,প্রচার সম্পাদক ফারিয়া গুলশান,সহ প্রচার সম্পাদক শারমিন সুলতানা,দপ্তর সম্পাদক আল মুয়ীদ খান,প্রকাশনা সম্পাদক সাদিয়া রওশন তিথি,সহ প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান শোভন,অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মল্লিকা হলদার,সহ অনুষ্ঠান ব্যবস্থাপনা জান্নাতুল ফেরদৌস,স্কুল কর্মসূচী বিষয়ক সম্পাদক ইয়াকুব ইসলাম,সহ স্কুল কর্মসূচী বিষয়ক সম্পাদক জান্নাতি ও রোপা কর্মকার,এডুকেশন ডিপার্টমেন্ট সম্পাদক নিরজারা ইসলাম,সহ এডুকেশন সম্পাদক বৃষ্টি সুলতানা,সেমিনার বিষয়ক সম্পাদক অর্ঘ্য দাস, সহ সেমিনার বিষয়ক সম্পাদক সেজান সরদার,ইন্টার্নাল এফেয়ার্স সম্পাদক নাঈমুর,ডেভেলপমেন্ট ও রিসার্চ সেক্রেটারি নাদিদ আদর।

ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী এক অনন্য সংগঠন যা ২০২১ সালের ২৬ জুলাই ৫৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠন টি বর্তমানে ১৭৩ জন সদস্য নিয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যারিয়ার সচেতনতা মূলক কাজ করছে।মেধা অন্বেষণ, সাহিত্য উৎসব,ক্যারিয়ার ফেস্ট সহ সারাবছর বিভিন্ন আয়োজন করে থাকে ক্লাবটি।

এই সংগঠনের পরামর্শক হিসেবে আছেন নির্বাহী প্রকৌশলী অমিত চক্রবর্তী,নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার শান মোহাম্মদ ইরান,সহকারী পুলিশ কমিশনার রাজন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ,সাব-রেজিস্টার, পারভেজ খান, সহকারী অধ্যাপক আহসান হাবীব হাসু, প্রভাষক সুরজিত চক্রবর্তী, সাংবাদিক এজাজ আহম্মেদ প্রমুখ।

প্রধান পরামর্শক অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আজিজা খানম বলেন,সকলের ভালো ক্যারিয়ার তৈরির পাশাপাশি এই ক্লাবের কাজ করার মাধ্যমে নিজেদেরকে এক মননশীল ও নেতৃত্বের গুণাবলি অর্জন করা সম্ভব, যা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক বেশি কাজে লাগবে।

সকলের সহযোগিতায় আগামী বছর আরো সৃজনশীল কাজ করতে চায় ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here