Monday, December 23, 2024

খানখানাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলা উদ্বোধন

রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আমিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অান্ত :

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। ৯ই জুন বৃহস্পতিবার সকালে খানখানাপুর আমিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এ সময় উদ্বোধন করেন আমিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সম্মানিত সভাপতি কে. এম. কাউছার আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন আমিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সরদার, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নাজমা বেগম, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও অন্যান্য শিক্ষক মন্ডলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজ প্রথম দিনে ০৪ টি ম্যাচ আমিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সবকটি ম্যাচ পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোঃ শাকিব মোল্লা। প্রথম ম্যাচে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলের ব্যবধানে খানখানাপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করেন।

দ্বিতীয় ম্যাচে খানখানাপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলের সাথে ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হন। এরপর খানখানাপুর আমিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক এবং বালিকা দল খানখানাপুর মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক এবং বালিকা দলের বিরুদ্ধে যথাক্রমে ১-০ এবং ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here