Thursday, January 23, 2025

গৃহবধুর শরীরের এক মিনিটের ব্যবধানে দু,টি টিকা- ৩সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন

  • রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে শনিবার সকালে এক গৃহবধুকে এক মিনিটের ব্যবধানে দু,টি টিকা প্রদানের অভিযোগ উঠেছে। ওই গৃহবধুর নাম, ইসমত আরা (৩১)। সে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বাসিন্ধা জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য নাহিদুল হক স্বপনের স্ত্রী।

নাহিদুল হক স্বপন অভিযোগ করে বলেন, পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে আমার স্ত্রী ইসমত আরা করোনার টিকা নিতে গেলে একটি টিকা নেওয়ার পর ধরে বসে রয়েছে এমন সময় এক মিনিটের ব্যবধানে আরেকটি হাতে কোন কিছু বুঝে উঠার আগেই টিকা পুশ করেছে। এতে সে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। তবে এখনও সুস্থ রয়েছে। সিভিল সার্জনসহ কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্রস্থ করেছে আমরা সব সময় তদারকিকে রাখবো। এ কারণে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে রাখা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার বলেন, ভুলবসত এক মহিলাকে দুইটি টিকা প্রদানের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ওই মহিলার স্বাস্থ্যগত খোজ খবর রাখছেন। এবং এখন পর্যন্ত সে ভাল আছেন। একটির স্থানে দুইটি দিলে খুব অসুবিধা হবার কথা না। তারপরও নজরদারি আছে। ভীড় বেশি হওয়াতে এটা হয়েছে। সমস্যা হলে টিকা প্রদানের এক ঘন্টার মধ্যে হয়। এখন পর্যন্ত এক ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। আশা করছেন কোন সমস্যা হবে না। তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়য়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডাঃ অরুন্থিয়া সোমা সাহা ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান, ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here