মোজাম্মেল হক, গোয়ালন্দ : মজিবর্বষের অঙ্গিকার, কৃষিই সমৃদ্ধি, কৃষি হবে দূর্বার এই স্লোগান কে সামনে রেখেই রাজবাড়ীর গোয়ালন্দে১১ হাজার ৩৬০ জন কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বিনা মূল্যে সার এং বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৮ নভেম্বর বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের মাঠ চত্তরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম,ভূট্রা,সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম,পেয়াজ,মুগ, মসুর,খেসারী ও সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে বিনা মূল্যের বীজ ওসার বিতরন কর্মসূচির শুভ উদ্ধোধন ও কৃষি যন্ত্রপাতির বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা আক্তার, উজানচর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমুখ।