Sunday, December 22, 2024

গোয়ালন্দে যৌন নির্যাতনের শিকার ৬ বছরের শিশু

গোয়ালন্দ ( বিশেষ প্রতিনিধি) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছে ছয় বছরের এক শিশু। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছে । সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত আদু শেখ (৫০) দুই সন্তানের জনক। তিনি গোয়ালন্দ পৌরসভার নগর রায়েরপাড়া মহল্লার মৃত আফছার শেখের ছেলে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন তিনি।

এ ঘটনায় রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় আদু শেখের বিরুদ্ধে মামলা করেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অধিক গুরুত্ব দিয়ে মামলাটির দ্রুত তদন্ত ও অভিযুক্ত আদু শেখকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here