Friday, January 10, 2025

গোয়ালন্দে ইয়াবাসহ দুই যুবক আটক

  • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩০ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (০৪ ডিসেম্বর) ভোরবেলা তাদেরকে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে থেকে আটক করা হয়।দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে আজগর শেখ (৩৯), সামছু মাস্টার পাড়ার কালাম চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোরবেলা ডিউটি করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দুইজন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here