Tuesday, September 17, 2024

গোয়ালন্দে  সংখ্যালঘুর বাড়ীতে হামলা ও ভাংচুর , ভয়ে বাড়ী ছাড়া

রাজবাড়ীর গোয়ালন্দে একটি হিন্দু পরিবারের উপর দু’দফায় হামলা, ভাংচুর, মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রাণের ভয়ে বাড়ি ছাড়া হয়েছে। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুলাল বেপারি পাড়ার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে রবিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, দুলাল বেপারি পাড়ার হেলাল শেখ (৬০) প্রতিবেশী মৃত নিমাই চন্দ্র বাড়ৈ এর বেশ কিছু জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। শনিবার রাত ৯ টার দিকে নিতাই চন্দ্রের নাতি (রঞ্জিতের ছেলে) নিমাইকে চুরির অপবাদ দিয়ে (১৫) হেলাল শেখের ছেলে ও নাতিরা মারধর করে। এর প্রতিবাদ করলে হেলাল শেখের ৬ ছেলে ও নাতিরা লাঠিসোটা নিয়ে রঞ্জিতদের বাড়িতে এসে হামলাও ভাংচুর চালায়। এ সময় পরিবারের সকল সদস্যকে মারধর, ভাংচুর, করে নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে হেলাল শেখের পরিবারের লোকজন রবিবার সকালে দ্বিতীয় দফায় রঞ্জিতের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ সময় পরিবারের সকল সদস্যরা প্রাণের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আহতরা চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেয়। রঞ্জিতের ছোট ভাই সিদাম কুমার মুঠোফোনে জানান, তারা খুবই অসহায় সংখ্যালঘু একটি পরিবার। হেলাল শেখ (৬০)পরিবার তাদের বাড়ির পাশ থেকে লম্বালম্বি করে অনেকটা জমি জোর করে দখল করে রেখেছে। এ নিয়ে বহু বিচার শালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানে না। জমি জমার এ দ্বন্দ্বের জের ধরে তারা আমার ভাইপোকে মিথ্যা চুরির অপবাদ দেয়। প্রতিবাদ করায় বাড়িতে এসে দুই দফায় আমাদের মারধর,ভাংচুর ও লুটপাট করে।প্রাণের ভয়ে আমরা বাড়িতে যেতে সাহস পাচ্ছি না। আমি এ ঘটনায় হেলাল শেখ(৬০) এর ৬ ছেলে আলাল শেখ,জালাল শেখ,মানিক শেখ,আলম শেখ,তালেব শেখ ও আলেপ শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ অস্বীকার করে হেলাল শেখ বলেন, রঞ্জিতের ছেলে নিমাই আমার ছেলে তালেবের ঘরে ঢুকে ওর বৌয়ের হাত-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে।এরপর সে ঘরে রাখা কিছু নগদ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। আমরা টের পেয়ে তাকে ধরে ফেলি। এ কথা বলতে গিয়ে তারাই বরং আমাদের উপর চড়াও হয়।আমরাও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। এদিকে সরেজমিন রবিবার দুপুর ১ টার দিকে ঘটনাস্হলে গিয়ে দেখা যায়, রঞ্জিত তের বাড়িতে কেউ নেই।সবগুলো ঘর তালাবদ্ধ। এ সময় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান,রঞ্জিত ছেলে-পুলেগুলো খুবই নিরীহ।হেলাল শেখের পরিবার অনেকদিন ধরে তাদের সাথে জুলুম করছে।তুচ্ছ ঘটনায় জোট বেঁধে লাঠিসোটা নিয়ে সবাই মারতে আসে।এবারও তারা দু’দফায় ওদেরকে মারধর করে ও ভাংচুর চালায় । গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন বলেন, ছিদাম চন্দ্রের থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন। অভিযুক্তদের পক্ষ হতেও একটা অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে। আমরা উভয় অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here