Monday, December 23, 2024

ঘনকুয়াশায় ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

মোজাম্মেলহক লালটু, গোয়লন্দ (রাজবাড়ী): ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ১১ ঘন্টা বন্ধ থাকার পর পূনরায় চলাচল স্বাভাবিক হয়েছে হয়েছে।

জানাগেছে, রোববার রাত ১১ থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি মাকিং বাতি অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দূর্ঘটনা এড়াতে সকল ধরনের নৌযান নদীতে চলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ। এই নৌরুটে ১১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে করে দীর্ঘ দিন পর দৌলতদিয়া ঘাট চিরোচেনা রুপে দেখা গেছে।
কুয়াশার ঘনত্ব কেটে গেলে পূনরায় ১১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হলে নদী পার হতে আসা যাত্রী ও চালকদের মনে স্বস্তি আসতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ম্যানেজার মো.খোরশেদ আলম বলেন, ঘনকুয়াশায় রোববার রাত ১১ থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১১টি ফেরি চলাচল করছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here