Friday, April 19, 2024

জেলা প্রশাসনের অভিযানে ভেজাল গুড় ব্যাবসায়ীকে জরিমানা

রাজবাড়ী জার্নাল নিউজ ডেস্কঃ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের অভিযানে ভেজাল গুড় ব্যাবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১০ এপ্রিল (সোমবার) সকাল সারে ৯টায় রাজবাড়ী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে রাজবাড়ীর সোনাকান্দর অসিত পালের দো-জ্বালী গুড় কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সতর্কতা প্রদান করেন ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৭ধারা লঙ্ঘনে অপরাধ করায় অসিত পাল কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গুড় ব্যবসায়ীকে অবৈধ রং, প্রিজারভেটিভ, রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে নিরাপদ গুড় তৈরিতে নিরাপদ খাদ্য আইন২০১৩ অনুসারে ব্যবসা পরিচালনা করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

অভিযানে সহায়তা করেন রাজবাড়ী সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় রাজবাড়ী পুলিশ লাইনের পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে বলেও জানানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here