Thursday, March 28, 2024

পদ্মায় ধরা পড়লো বিশাল পাঙ্গাস মাছ

মোজাম্মেল হক, গোয়ালন্দ:পদ্মা নদীতে ধরা পড়লো বিশাল এক পাঙ্গাস মাছ। ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে জব্বার হলদার ফেসন জাল ফেলে তার কিছুক্ষণ পরে জাল টেনে উঠালে তার জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছটি। মাছটির ওজন দিয়ে দেখা যায় ১২ কেজি।

বৃহ:প্রতিবার (২৪ মার্চ)দুপুরে মাছটি রওসন ও সুকান এর আড়ৎ নিয়ে আসলে ,দুপুরে বাজারে লোক জন না থাকায় সুকান মাছটি ৬নং ফেরি ঘাটে নিয়ে যায় সেখানে মৎস্য ব্যবসায়ীদের উপস্তিতে উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান ও নুরু মিয়া মাছটি ১৭ শত টাকা কেজি দরে মোট ২০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। এসময় মাছটি দেখতে উৎস্যক জনতারা ভির করেন। পরে মাছটি ১৭ শত ৫০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায়। ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন ।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে এখন জোয়ার থাকা বড় বড় দুই একটি মাছ জেলের জালে ধরা পড়বে।বড় মাছ খুবই সু¯^াদু ও লোভনীয় হয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here