Thursday, April 25, 2024

দৌলতদিয়ায় যৌনকর্মীদের সচেতনতায় রেড ক্রিসেন্টের কর্মসূচি

  • মোজাম্মেলহক গোয়ালন্দ:দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের মরনব্যাধী এইডস, করোনা ও বিভিন্ন যৌনরোগ বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

জানা গেছে, সোসাইটি’র রাজবাড়ী জেলা শাখার উদ্যোগ এবং চায়না রেডক্রসের আর্থিক সহায়তায় যৌনপল্লীর বিভিন্ন পয়েন্টে দৈনিক একাধিক সেশন পরিচালনার মাধ্যমে যৌনকর্মীদের এ সচেতনতা কর্মশালা পরিচালনা করা হচ্ছে। গত ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়। ২০টি সেশনের প্রতিটিতে ২০ জন করে যৌনকর্মীর অংশগ্রহনে মোট ৪শ যৌনকর্মীকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। রাজবাড়ী জেলা পরিষদ ও রাজবাড়ী রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও রেড ক্রিসেন্টের রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি শামীমা আক্তার মুনমুন কর্মসূচির তত্ত্বাবধান করছেন।

জেলা রেডক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার কাজী আসাদুজ্জামান বলেন, দেশের সর্ববৃহৎ এ পল্লী আমাদের এ জেলাবাসীদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ।তাদের ভালো-মন্দের উপর এ সমাজের অনেক ভালোমন্দ নির্ভর করে। সে জন্য পল্লীবাসীকে ভালো রাখার জন্য রেডক্রিসেন্ট এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here