Saturday, April 20, 2024

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন- ৫০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দ সংবাদদাতা:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর মজলিশ পুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমান আদালত।

শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের চরমজলিশপুরে নদী থেকে স্থানীয় ভাবে তৈরী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়।

অবৈধ ড্রেজার মালিকের নাম আব্দুল আলীম বিশ্বাস (৩০)। তিনি গোলজার মন্ডল ডাঙ্গী গ্রামের মো. মোতালেব বিশ্বাসের ছেলে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, অবৈধভাবে মজলিশপুর নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আব্দুল আলীম নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উপজেলায় অবৈধভাবে কোন ড্রেজিং ব্যবহার করে মাটি বিক্রি করতে পারবে না। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here