Friday, January 10, 2025

 নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

বালিয়াকান্দি সংবাদদাতাঃ  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্দ্যোগে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রধান সমন্বয়ক আসিফ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিমেল চৌধুরী, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, আহবায়ক পলাশ বিশ্বাস, সমন্বয়ক হামিদ খান, আমিরুল ইসলাম আমির প্রমুখ। পরে সভাপতি মোঃ ইমামুল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আশিকসহ ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। পরে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। আহবায়ক কমিটির উদ্দ্যোগে করোনাকালীন সময়ে উপজেলার ৭ টি ইউনিয়নে ফ্রী কোচিং করানোর ফলে ৪০ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।
ওই শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here