Thursday, March 28, 2024

নানা আবিষ্কারে প্রশাংসায় ভাসছে ক্ষুদে বিজ্ঞানী শাহরিয়ার নাফিস

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটী বা লাউতলা গ্রামে দরিদ্রতা অবহেলায় বড় হওয়া পিতাহারা শাহরিয়া নাফিস।

দরিদ্রতা কে পিছনে ফেলে পানি তোলা মোটর, মাইক্রো ট্রাক, জাহাজ সহ নানা আবিষ্কারের মাধ্যমে ইতোমধ্যে ক্ষুদে বিজ্ঞানী হিসাবে পরিচিতি লাভ করেছেন।
বড় হয়ে হতে চান বড় বিজ্ঞানী, উজ্জ্বল করতে চান দেশের মুখ। তার এই স্বপ্নে প্রধান বাঁধা হয়ে উঠেছে দরিদ্রতা তাইতো কুড়িয়ে পাওয়া নষ্ট ব্যাটারি ইত্যাদি সংগ্রহ করে আবিষ্কার করেন।

আবিস্কার করতে চান হেলিকপ্টার বিমান সহ আরোও অনেক কিছু। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তার স্বপ্ন গুলো অধরা রয়ে যাচ্ছে।
নাফিসের মা রিনা খাতুন বলেন, ছোট বেলা হতে আমার ছেলে কুড়িয়ে পাওয়া ব্যাটারি নষ্ট লাইট ইত্যাদি দিয়ে নানা কিছু আবিষ্কার করেন। আমি চাই আমার ছেলে অনেক বড় হোক মেধাকে কাজে লাগিয়ে দেশের মুখ উজ্জ্বল করুক। আমার ছেলে অনেক কিছু আবিষ্কার করতে চাই কিন্তু আমার স্বামী ৫ বছর আগে মারা গেছে আমার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমার খাবার জোটে না।

তিনি আরো বলেন, সরকার এবং দেশের মানুষ এগিয়ে আসলে আমার ছেলের ইচ্ছে পূর্ণতা পাবে।

এলাকাবাসী জানান, ছেলেটা ছোট বেলা হতেই খুবই মেধাবী। তার বাবা মারা গেছেন খুবই অসহায় পরিবার কেন মহৎ ব্যক্তি বা সরকার এগিয়ে এলে আশা করি ছেলেটা দেশের মুখ উজ্জ্বল করবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here