Wednesday, November 20, 2024

পদ্মায় জেলের জালে বিশাল এক কাতল

  • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল এক কাতল মাছ। মাছটির ওজন ১৮ কেজি।

জানাগেছে, শনিবার ভোর ৬টার দিকে পাবনার কজির হাটের জেলে গুরুদেব পদ্মা নদীতে জাল ফেলে তার কিছুক্ষন পরে জাল উঠালে তার জালে ধরা পড়ে বিশালকৃতির কাতল মাছ। মাছটি দৌলতদিয়া বাজারে ছোকুর আড়ৎতে নিয়ে আসলে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার২০০ শত টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা।পরে তার মৎস্য আড়ৎতে মাছটি আনার পর ১ হাজার ৫০০ ‘শ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন।
মৎস্য বসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মার বিভিন্ন ধরনের বড় বড় মাছের চাহিদা প্রচুর। তাই সামনে পেলেই কিনে নিই। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদরা আগে থেকেই আমাদের বলে রাখেন। বড় ধরনের কোনো ভালো মাছ পেলে যেন তাদের জানাই।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করা। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here