Thursday, April 25, 2024

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন-দেড় লক্ষ টাকা জরিমানা !

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদী থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের দ্বায়ে রাজবাড়ী জেলা প্রশাসনের অভিযানে এক জনকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৮ই সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রাজবাড়ী জেলা প্রশাসনের অনুমোদিত বালু মহাল ইজারার বাইরে বালু কাটা হচ্ছে সংবাদ পেয়ে আমরা মিজানপুর ইউনিয়নের পাশেই পদ্মা নদীতে অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধ বালু উত্তোলনের দ্বায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ফিরোজ (৪০) নামে একজন কে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে রাজবাড়ী সদর থানা পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানের একটি টিম সহযোগীতা করেন।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী বলেন, জেলা প্রশাসনের ইজারার বাইরে অবৈধ বালু উত্তোলন যেন না হয় সেদিকে নজর রাখা হবে ,জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here