Sunday, December 22, 2024

পাংশায় হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির নেতাদের সাথে পাংশার হিন্দু সম্প্রদায়ের মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল(১৪ আগষ্ট) বুধবার ‘ভজো গোবিন্দোর সভাপতিত্বে এবং অশোক কুমার পালের পরিচালনায় পাংশা শহরের ভাই ভাই সংঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও পৌর বিএনপির নেতা বাহারাম সরদার, সাবেক কমিশনার ইউছুফ হোসেন, কশবামাজাইল ইউপির মাষ্টার শৈল্যন্দ্র নাথ বিশ্বাস, মাছপাড়া ইউপির মাষ্টার আশিস বর্দ্ধন, পাংশা পৌর সভার দৈবপ্রসাদ গোস্বামী, মৌরাটের বিষ্ণপদ ঘোষ, হাবাসপুরের চয়ন কুমার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তরা বলেন আমরা এখানে কে মুসলমান আর কে হিন্দু, কে বৈাদ্ধ, আর কে খ্রীঃ তা ভুলে গিয়ে এক হয়ে মিলে মিশে বসবাস এবং চলাফেরা করতে চাই। রক্তব্যারা আরো বলেন ধর্ম মার যার উৎসব সকলের। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে মিলে মিশে চলতে ফিরতে এবং – কাজ কর্ম করতে হবে। একজনের বিপদে অন্যরা ‘সহযোগীতার জন্য এগিয়ে আসতে হবে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে করে তারা আরো বলেন- আপনাদের ধর্ম আপনারা পালন করবেন। তবে কেউ যদি বাধা বা সমস্যার সৃষ্টি করে তা হলে আমাদের কে অবগত করাবেন প্রয়োজনে আমরা সকলে মিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। এসময় উপস্থিত ছিলেন সুব্রত কুমার দাস (সাগর), মাষ্টার অনিল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, নির্মান কুমার কুন্ডু, কার্তিক কুমার শাহ, প্রান্তোষ কুমার কুন্ডু, সুব্রত কুমার দে, লিটন কুমার বিশ্বস, মাষ্টার বিনোদ কুমার বিশ্বাস, অসিত কুমার বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here