Saturday, April 20, 2024

পাংশার প্রাণ কেন্দ্রে স্বল্প খরচে চিকিৎসা সেবা নিশ্চিতে এস.এন মেডিকেল সেন্টার

উজ্জল হোসেন, পাংশা : স্বল্প খরচে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশায় এস.এন মেডিকেল সেন্টার আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৫ টায় পাংশা পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এস.এন মেডিকেল সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, এস.এন মেডিকেল সেন্টারের চেয়ারম্যান পরিমল কুন্ডু, ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ কুন্ডু, ডাইরেক্টর উত্তম কুমার কুন্ডু, সুজয় কুন্ডু, পাংশা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক,বিশিষ্ট ব্যবসায়ী শুকুর বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ও সাংবাদিকবৃন্দ।

এস.এন. মেডিকেল সেন্টারের সেবা সমূহের মধ্যে রয়েছে :

★বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার ★ডায়াবেটিস ইউনিট ★অত্যাধুনিক প্যাথলজি ল্যাব ★৫০০এমএ ডিজিটাল এক্স-রে ★ফোরডি কালার ইকো কার্ডিওগ্রাফী ★ ফোরডি কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফী ★টিভিএস আল্ট্রাসনোগ্রাফী ★১২ চ্যানেল ই.সি.জি ★আন্তর্জাতিক মানের চিকিৎসা ও পরামর্শ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here