Thursday, April 25, 2024

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

  • উজ্জল হোসেন, পাংশা( রাজবাড়ী) : আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪২৯। ১৪২৮ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। পরপর দুই বছর করোনা মহামারির কারণে বর্ষবরণ অনুষ্ঠান সীমিত কিংবা ঘরোয়া পরিবেশে হলেও এবার নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করেছে নতুন বছরকে।

রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। নববর্ষকে বরন করে নিতে ১লা বৈশাখে (১৪ এপ্রিল) বৃহস্পতিবার পাংশা উপজেলা প্রশাসন এক বর্নাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করে।

শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শিল্পকলা একাডেমির শিক্ষক শিক্ষার্থীদের সমম্ময়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে গান ও নিত্য পরিবেশিত হয়।

আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

এ সময় পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম ঘোষ, গণমাধ্যম কর্মীগণ, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জাহাঙ্গীর, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাগন, পাংশা মডেল থানা পুলিশের সদস্যগন, শিল্পকলা একাডেমির শিক্ষক শিক্ষার্থীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন।

এ দিবসকে ঘিরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, ১লা বৈশাখ বাঙ্গালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আবার এসেছে নববর্ষ। সকল জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সুন্দর কল্যাণময় জীবনের প্রত্যাশায় উদিত হোক নতুন সূর্য। নতুন আশায় উদ্দীপ্ত হোক সকলে। বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে পাংশা উপজেলার সর্ব স্তরের মানুষকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here