Saturday, December 28, 2024

পাংশায় ৩৫০ পরিবারের মাঝে ‘ট্রিড’ ঈদ আনন্দ প্যাকেট বিতরণ

উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : সেচ্ছাসেবী সংগঠন “ট্রিড” ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে ট্রিডের বার্ষিক নিয়মিত আয়োজন ২ দিন ব্যাপী ৪০০ দরিদ্র পরিবারের মাঝে “ট্রিড ঈদ আনন্দ প্যাকেট বিতরণ-২০২২” অনুষ্ঠিত হয়েছে।

২ দিন ব্যাপী বিতরণ অনুষ্ঠানের প্রথম দিন শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ে পাংশা পৌর সভার ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ আনন্দ প্যাকেট বিতরণ করা হয়। ২য় দিন রবিবার ( পহেলা মে) পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর ও যশাই ইউনিয়নে ৩৫০টি দরিদ্র পরিবারের মাঝে এ ট্রিড ঈদ আনন্দ প্যাকেট বিতরণ করা হয়েছে। ট্রিড ঈদ আনন্দ প্যাকেটের মধ্যে রয়েছে সিমাই, চিনি, গুড়া দুধ, মসলা, সাবান ও শ্যাম্পু।

মনজুর এরশাদ খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ‘দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার’ রিপোর্টার ও ‘রাজবাড়ী জার্নাল’ এর পাংশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক উজ্জল হোসেন, অনলাইন নিউজ প্রোটাল ‘কালের স্রোত’ এর সাংবাদিক রাজু আহমেদ, ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম। ট্রিডে’র সাধারণ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন- রাকিবুজ্জামান মামুন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here