Friday, January 24, 2025

প্রবেশপথে বেড়ায় অবরুদ্ধ ৪টি পরিবার

রাজবাড়ী সংবাদদাতা ঃ রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের ছোটরঘুনাথপুর গ্রামে শিশুদের নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়ীর প্রবেশ পথে বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে ৪টি পরিবার।
জানাযায়, রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের ছোটরঘুনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের বাড়ীর প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দেওয়া সহ নতুন করে পথের উপর ঘর উত্তোলন করছে জাকির সরদার। এতে প্রতিবন্ধি, শিক্ষার্থীসহ অন্তত ৩০জন অবরুদ্ধ হয়ে পড়েছে।

মঞ্জু মন্ডল, মানিক মন্ডল বাবু সহ অনেকেই বলেন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান সহ তার বাপ-দাদারা প্রায় একশত বছর ধরে বসবাস করাসহ ওই পথ দিয়ে চলাচল করেন। শিশুদের সাথে বিরোধের জের ধরে আঃ করিম সরদারের ছেলে জাকির সরদার গত ১ মে প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করাসহ গাছ রোপন করে। শুক্রবার (১৩ মে) সকাল থেকে ওই প্রবেশ পথের উপর টিনের ঘর উত্তোলন করছে। পথ বন্ধ করার কারণে ওই বাড়ীতে থাকা ২জন প্রতিবন্ধি, স্কুলের শিক্ষার্থীসহ ৩০জন অবরুদ্ধ হয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে হাবিবুর রহমান প্রতিকার চেয়ে গত ৯ মে বাণিবহ ইউনিয়নের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত জাকির সরদার বলেন, আমার বাপ-দাদার জমির উপর দিয়ে কাউকে যেতে দিবো না। আমি আমার জমিতে বেড়া দিয়ে গাছ রোপন করেছি, এখন ঘর উঠাচ্ছি। তারা কিভাবে চলাচল করতে আমি জানি না।
বাণিবহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ শুকুর মোল্যা বলেন, বিষয়টি নিয়ে বাণিবহ ইউনিয়নের চেয়ারম্যান শেফালী আক্তার সহ ৮জন ইউপি সদস্য ওই বাড়ীতে যাই। তারা পথ বন্ধ করে দিয়েছেন এবং আর ওইপথ দিয়ে চলাচল করতে দেবে না বলে জানিয়ে দেয়। ফলে ওই পরিবারটি এখন অবরুদ্ধ হয়ে পড়েছেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা বলেন, এ ধরণের কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here