Wednesday, April 24, 2024

বালিয়াকান্দিতে ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে পাট বীজ বিতরণ

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্থ ৩০জন কৃষকের মধ্যে এ পাট বীজ বিতরণ করেন। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিনসহ ক্ষতিগ্রস্থ কৃষকেরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ প্রত্যেক কৃষককে ১কেজি করে সর্বমোট ৩০ কেজি পাট বীজ বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, নিন্ম মানের পেঁয়াজের বীজ ক্রয়ে জমিতে আবাদে ফলনে অতিরিক্ত ক্ষতি কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিম ক্ষতিগ্রস্থ কৃষকদের পেঁয়াজ ক্ষেত পরিদর্শন শেষে পর্যবেক্ষনের জন্য উক্ত ক্ষেত গুলোতে অতিরিক্ত কিছু দিনের জন্য পেঁয়াজ ফসল উত্তোলন থেকে বিরত রাখলেও আশানুরুপ ফল পাওয়া যায়নি । ফলে ক্ষতিগ্রস্থ ঐসকল কৃষকদের মধ্যে এ পাট বীজ বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here