Thursday, November 21, 2024

বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে পাংশায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পাংশা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাংশা রেলষ্টেশন চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি কালিবাড়ী মোড় হয়ে ট্যাম্পুষ্ট্যান্ড ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মিয়ার সভাপতিত্বে র‍্যালী পরবর্তী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা মো. মুজাহিদুল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক টুকু, পাংশা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনছুর আলী মিন্টু, জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্নাহ, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক মুরাদ, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পেনু, মৌরাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান মুন্সি, মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাংশা উপজেলা যুব দলের আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মো. সেলিম সরদার , উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন ও রাজবাড়ী জেলা ছাত্র দল নেতা মো. সজীব রাজা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা দির্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের নানামুখি নির্যাতনের শিকার হয়েছি। ভোট ডাকাতি করে দির্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে আওয়ামী সরকারের নেতাকর্মীরা। আমরা দেশের মানুষকে ভালোবাসি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা ক্ষমতায় আসতে চাই এবং জনগণের সেবা করতে চাই।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here