Wednesday, January 22, 2025

মোস্তফা মুন্সি সভাপতি ও বিপ্লব ঘোষ সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান

  • গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা মুন্সি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষকে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম সভায় সভাপতিত্ব করেন।সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ সভাপতি আকবর আলী মর্জি,এ্যাডঃ গনেশ নারায়ণ চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্হিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে মোস্তফা মুন্সি ও বিপ্লব ঘোষকে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদানের এ সিদ্ধান্ত নেয়া হয়।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি নুরুজ্জামান মিয়ার মৃত্যুতে গত এক বছর ধরে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদুর মৃত্যুতে গত দেড় বছর ধরে পদ দুটি ভারপ্রাপ্ত দিয়ে পরিচালিত হয়ে আসছিল।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here