Monday, November 18, 2024

রাজবাড়ীতে ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই ও মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

রাজবাড়ী জার্নাল: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন ক্রীড়া পরিদপ্তর আয়োজিত রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যাবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচীর -২০২৩-২৪ এর আওতায় ডেভলপমেন্ট কাপ ফুটবল রাজবাড়ীতে ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই ও মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন -১৫ বাছাই ও মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

১৫ই জানুয়ারি (সোমবার) বিকেলে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ।

অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্না রানী সাহা’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসেসিয়েশন এর সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা শাহীন সুলতান রাজা প্রমুখ ।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ,উন্নত জাতি তৈরি করতে হলে আমাদের খেলাধুলায় ও সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হতে হবে। আমরা যেমন লেখা পড়া করবো, বিদ্যা অর্জন করবো, সেই সাথে আমরা সংস্কৃতির চর্চা করবো , আমরা খেলাধুলা চর্চা করবো । খেলাধুলা ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমাদের মন উদার হবে, আমাদের শরীর তৈরী হবে ,আমাদের জাতি তৈরী হবে। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here