স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় জুতা চুরির অভিযোগে এক শিশুর গলায় জুতার মালা পরিয়ে অপমান করার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেটের ২য় তলায় ‘পি.কে সুজ’ নামক দোকানে এ ঘটনা ঘটে। ছবিটি শনিবার (১৯ জুলাই) ফেসবুকে ভাইরাল হয়।
জানা গেছে, শিশুটির বাড়ি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে। বয়স আনুমানিক ১১-১২ বছর। স্থানীয় প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা জানান, “একটি শিশু জুতা চুরি করছিল—এমন অভিযোগে তার গলায় সেই জুতা ঝুলিয়ে ছবি তোলে দোকানদাররা। আমি বাধা দিয়েছিলাম, বলেছিলাম এটা ঠিক হচ্ছে না। পরে অবশ্য শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।”
ব্যবসায়ীদের ভাষ্যমতে, দোকানের বাইরে থেকে জুতা নেয়ার সময় পাশের দোকানের একজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। তবে পি.কে সুজ-এর মালিক মোঃ শাহজাহান আলীর দাবি, পূর্বেও সে চুরির চেষ্টা করেছিল। যদিও মালিকের ছেলে আসাদুজ্জামান শামীম বলেন, “বণিক সমিতির নেতারা আমাদের এ বিষয়ে কিছু বলার অনুমতি দেননি।”

তবে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি কে তুলেছে—সে বিষয়ে পার্শ্ববর্তী দোকানদার সিজানের দিকে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, সিজানই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
ফেসবুকে ভাইরাল ছবিটিতে সমালোচনা করছেন নেটিজেনেরা। শিশুর গলায় জুতার মালা কেউ মানতে পারছেন না বিষয়টি ।
এদিকে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, “ঘটনার কথা আমরা শুনেছি। রবিবার আমরা বসবো, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” তবে একই সমিতির সভাপতি বাহারাম সরদার বলেন, “এ রকম কোনো ঘটনা ঘটেনি।”
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, “বিষয়টি এখনও জানা ছিল না, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা রুবাইয়াত মো. ফেরদৌস বলেন, “শিশুর প্রতি সহিংসতা মেনে নেওয়া যায় না। আমি বিষয়টি এখনই খতিয়ে দেখার জন্য পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছি। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার নিন্দা জানিয়ে অনেকেই বলছেন, শিশু অপরাধ হোক বা অভিযোগ—তাদের সঙ্গে এমন অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’