Saturday, April 20, 2024

হেনা ট্রাভেলস্ এন্ড ট‍্যুরস্ এর আয়োজনে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর হেনা ট্রাভেলস্ এন্ড ট‍্যুরস্ এর আয়োজনে ফরিদপুর জেলার মধুখালীতে আসন্ন ২০২৩ সালের গমণকারী হজ্ব যাত্রীদের নিয়ে সৌদি আরবের মক্কায় হজ্ব পালনের বিভিন্ন বিষয়ের উপর হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেছড়দিয়া আলেফ বিশ্বাস হাফেজিয়া মাদ্রাসার মসজিদে রাজবাড়ীর হেনা ট্রাভেলস্ এন্ড ট‍্যুরস্এর আয়োজনে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হেনা ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন খানের পক্ষে সভাপতিত্ব করেন পরিচালক মোঃ শামীম হোসেন মোল্লা। তারই সভাপতিত্বে হজ্বের বিষয়ে বিভিন্ন নিয়মকানুন তুলে ধরে শিক্ষামূলক কথা বলেন, পবিত্র হজ্ব প্রশিক্ষক আলহাজ্ব হাফেজ মাওলানা বাহাউদ্দিন আহমেদ, আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ কামরুজ্জামান, আলহাজ্ব হাফেজ মোঃ বাহাউল আলী, আলহাজ্ব আব্দুল লতিফ প্রমূখ।

সৌদি আরবের মক্কায় হজ্বগামী যাত্রীদের প্রশিক্ষণ বিশয়ক কর্মশালা ২০২৩ এর অনুষ্ঠান পরিচালনা করেন, হেনা ট্রাভেলস্ এন্ড ট‍্যুরস্ এর হজ্ব মুয়াল্মিন মেছড়দিয়া আলেফ বিশ্বাস হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মুহাম্মদ রিয়াজুল ইসলাম ( আবু আলম)।

অনুষ্ঠানের সভাপতি ও হেনা ট্রাভেলস্ এন্ড ট‍্যুরস্ এর পরিচালক মোঃ শামীম হোসেন মোল্লা বলেন, আমরা আমাদের ট্রাভেলস্ এর মাধ‍্যমে পবিত্র হজ্ব ও উমরাহ্ পালনে ইচ্ছুকদের সুন্দর ও পরিচ্ছন্নভাবে সৌদি আরবের মক্কায় নিয়ে থাকি। আমরা চেষ্টা করি হাজীদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করতে। সম্প্রতি সময়ে বিমান টিকিটের মূল্য বৃদ্ধির কারণে খরচটা একটু বেশি। তবে আমরা সরকারের নির্ধারিত মূল‍্যের মধ‍্যেই হাজীদের সেবা প্রদান করছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here