রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)’র অভিযানে পাঁচশত গ্রাম গাঁজা সহ মোছাঃ লাভলী বেগম(২৭)নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারি মোছাঃ লাভলী বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের মোঃ শমসের মোল্লার স্ত্রী।
রাজবাড়ী ডিবি সূত্রে জানাগেছে, মঙ্গলবার(১৫ই ফেব্রুয়ারি) আনুমানিক পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মণ, এসআই মিঠু ফকির, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন পশ্চিম রতনদিয়া সাকিনস্থ জনৈক খলিল ফকির এর বাড়ীর ভাড়াটিয়া মোছাঃ লাভলী বেগম। সে দীর্ঘদিন মাদক ব্যাবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে থানায় মাদক মামলার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।