Friday, April 19, 2024

উত্তপ্ত রোদে ইলিশ রক্ষায় ইউএনও’র অভিযান

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বাধনির্মান করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে একজনকে ১হাজার টাকা জরিমানা ও দশ হাজার মিটার অবৈধ জাল ধংস করা হয়েছে।

গত ২৪শে এপ্রিল(রোবিবার) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইলিশ ঝাটকা রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।

দেশে সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে চলছে রমজান মাস সিয়াম সাধনার মাস।

এ গরমে সূর্যের তাপ উপেক্ষা করে ছাতা নিয়ে ইলিশ সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা।

জানাগেছে,উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে  অবৈধ বাধ দিয়ে ঝাটকা ইলিশ শিকার করছে।এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব সহ পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

সদর উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব বলেন,১লা নভেম্বর থেকে ৩০শে জুন পর্যন্ত ঝাটকা ইলিশ সম্পদ শিকার নিষিদ্ধ। আবার নদীতে বাধ নির্মান সসম্পুর্ন অবৈধ। সংবাদ পেয়ে পদ্মা নদী তীরবর্তী  উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here