Sunday, December 22, 2024

পথে খোয়া গেলো চার লাখ টাকা

স্টাফ রিপোর্টার: পথে খোয়া যাওয়া প্রায় চার লাখ টাকা উদ্ধার হলে দেওয়া হবে সম্মানজনক পুরষ্কার । এমন ঘোষনা দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মৃত ছব্দার হোসেন মোল্লার ছেলে মোঃ ইউনুস হোসেন (টিক্কা) । টাকা হারানোর ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় একটি জিডি (সাধারণ ডায়রি) করেছেন। রাজবাড়ী সদর থানার জিডি নং- ১১৫ ।

মোঃ ইউনুস হোসেন (টিক্কা) বলেন, আজ সকাল সোয়া ১০টার দিকে ভবদিয়া গ্রামের বাড়ী থেকে ব্যাবসায়িক কাজে মূলঘর যাবার পথে শ্রীপুর এলাকায় এসে দেখি আমার ব্লু -রঙ্গের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৩লাখ ৮৯হাজার টাকা কোথায় যেন হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি টাকা গুলো । টাকা গুলো আমার খুব দরকারি । এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছি ।

তিনি আরোও বলেন, টাকা গুলো আমার ব্যাবসার কাজে খুব দরকার । যদি কোন ব্যাক্তি টাকাগুলো পেয়ে থাকেন আমার মোবাইল নাম্বার ০১৭৪৬- ০১৯৯২৭ এ নাম্বারে যোগাযোগ করবেন। টাকা গুলো ফেরত পেলে সম্মান জনক পুরষ্কার দেওয়া হবে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here