Sunday, December 22, 2024

রাজবাড়ীতে অগ্নিকান্ডে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নে আগুনে পুরে বরু খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) ভোর রাতে শহিদ ওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত বরু খাতুনের ছোট ভাই ইনু হোসেন। আগুনে পুরে ক্ষতিগ্রস্থ্য হয়েছে দুটি ঘর ও একটি গরু।


এ বিষয়ে শহিদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বাবু বলেন , বুধবার ভোর রাতে নিহত ওই বৃদ্ধার ঘর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় তাকে বাচাতে ছোট ভাই ছুটে এলে সেও অগ্নিদগ্ধ হয়। তাকে বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী সদর উপজেলার খান খানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মাহাবুবুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবরে স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় একজনের মৃত্য হয়েছে। আরেকজন আহত আছে। এছাড়াও একটি শোবার ঘর ও একটি গরুর ঘর পুরে গেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ চলমান ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here