স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ ছাত্রীদের
মধ্যে ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার অপরাধ ও মাদক বিরোধী শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৩ই মে (সোমবার) সকালে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ইকরামুল করিমের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম ।
সভায় প্রধান আলোচক হিসেবে সচেতনতামুলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার।
সাইবার নিরাপত্তা বিষয়ে সাইবার বুলিং, ফেসবুক/ইমেইল হ্যাকিং,ফিশিং,স্পুফিং, বিকাশ, নগদ ও অন্যান্য এ্যাপস এর মাধ্যমে প্রতারনা করে টাকা নিয়ে যাওয়া, ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ রোধসহ মাদক বিরোধী আলোচনা করেন প্রধান আলোচক ।
এসময় ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার অপরাধ ও মাদক বিরোধী শীর্ষক সচেতনতামূলক সভায় উপস্থিত ছাত্রীদের মাঝে সাইবার নিরাপত্তা সংক্রান্ত জেলা পুলিশের লিফলেট বিতরণ করা হয়।’