স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের অভিযানে ৩কেজি গাজা সহ মোঃ রাহাত আলী (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ রাহাত আলী চুয়াডাঙ্গার মৃত আবুল কাশেমের ছেলে।
ডিবি সূত্রে জানাগেছে, শনিবার (১ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী ডিবি’র ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে এস আই আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিকেলে খানখানাপুর সাকিনস্থ খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে মোঃ রাহাত আলী কে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে কস্টেপ দিয়ে মোড়ানো গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন । ‘