স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ আনসার বাহিনী, বাংলাদেশ ক্রিয়া শিক্ষাপ্রতিষ্ঠান BKSP ও অন্যান্য অঙ্গ সংগঠন অংশগ্রহণে ৯-১১ই মে/২৫ ঢাকার মিরপুর ১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোট ৮৭ টি প্রতিযোগী সংস্থা প্রতিযোগীয় অংশগ্রহণ করেন।
রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার অধীনে রাজবাড়ী থেকে জেলার দুইটি কারাতে ক্লাব সমন্বয়ে একসঙ্গে হয়ে ১২ জন খেলোয়াড় ছেলে এবং মেয়ে নিয়ে ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার মার্শাল পাওয়ার সোতোকান কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা প্রশিক্ষক মো এনামুল হাসান শাহীন এর ছাত্র নিশান হোসেন (১৮) -৪৫ কেজি ওজনে কুমিতে খেলায় অংশগ্রহণ করে তৃতীয়(ব্রোঞ্জ) পদক অর্জন করেন। মো এনামুল হাসান শাহীন জানান, আমরা এরপর আরোও ভালো করবো বলে আশাকরি, এবং রাজবাড়ী জেলা থেকে আরোও পুরস্কার জিতব। আমাদের কে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ‘
উল্লেখ্য আছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোট ৮৭ টি প্রতিযোগী সংস্থা অংশগ্রহণ করেন । এদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ আনসার বাহিনী, বাংলাদেশ ক্রিয়া শিক্ষাপ্রতিষ্ঠান BKSP ও অন্যান্য অঙ্গ সংগঠন অংশগ্রহণ করেন।’