Sunday, July 20, 2025

গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ‘এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর জন্য কে দায়ী কমিটি তা খুঁজে বের করবে। কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে নিহত বাকিদেরও ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন থার্ড টার্মিনাল চালু হলে সমস্যা অনেক কমে যাবে। আগে যে ছোটখাটো সমস্যা হতো এটা আর থাকবে না। বিদেশে থেকে বাংলাদেশে আসা ও যাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের চলাচল অনেক সহজ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। নতুন এই থার্ড টার্মিনালে আমাদের ইমিগ্রেশন পুলিশের অন্তত ৪শ’ সদস্য প্রয়োজন হবে।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here